জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক পাস ও স্নাতক সম্মান প্রফেশনাল কোর্সে ভর্তির ১ম মেধা তালিকা রোববার (১০ জানুয়ারি) প্রকাশ করা হবে। উক্ত ফল বিকাল ৪টা থেকে স্নাতক পাস এর জন্য SMS এর মাধ্যমে nu<space>atdg<space>roll no লিখে এবং সম্মান প্রফেশনাল কোর্সের জন্য nu<space>athp<space>roll no লিখে ১৬২২২ নম্বরে send করে ফল পাওয়া যাবে এবং একই দিন রাত ৯টা থেকে ওয়েবসাইটে www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd ফল জানা যাবে। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.nu.edu.bd/ admissions দেয়া আছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে ভর্তির আবেদনের সময় বাড়ল :জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত) কোর্সে ভর্তির আবেদন ফরম পূরণের সময় আগামী ১৪ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd/ admissions অথবা admissions.nu. edu.bd) থেকে জানা যাবে। বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এ তথ্য জানিয়েছে। আমিনুল ইসলাম/এসএস
Advertisement