আন্তর্জাতিক

লিবিয়ায় ট্রাকবোমা হামলায় নিহত ৪০

লিবিয়ায় পশ্চিমাঞ্চলে একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে ট্রাক বোমা হামলায় কমপক্ষে ৪০ জনের প্রাণহানি ঘটেছে। জিতেন শহরের আল-জাহফল প্রশিক্ষণ কেন্দ্রে ওই বোমা হামলার ঘটনা ঘটেছে। খবর বিবিসির।স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিস্ফোরণের সময় শতাধিক পুলিশ সদস্য ক্যাম্পের বাইরে অনুশীলনে ব্যস্ত ছিল। এ সময় হঠাৎ ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। লিবিয়ায় জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মার্টিন কবলার বলেন, বিস্ফোরণটি আত্মঘাতী ছিল। দেশটির সাবেক স্বৈরশাসক মুয়াম্মার আল-গাদ্দাফির শাসনামলে এ কেন্দ্রটি সেনা ক্যাম্প হিসেবে ব্যবহার করা হতো। ২০১১ সালে গাদ্দাফির পতনের পর থেকে দেশেটিতে রাজনৈতিক অস্থিরতা চলছে। এরপর থেকে দেশটিতে ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীর উপস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নাভা টেলিভিশনের খবরে বলা হয়েছে, ত্রিপলি এবং মিসরাতার বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। এর আগে গত ডিসেম্বরে লিবিয়ার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলো সমঝোতার সরকার গঠনের লক্ষে একটি চুক্তিতে সম্মত হয়। কিন্তু এ চুক্তি এখনো বাস্তবায়ন হয়নি।এসআইএস/এমএস

Advertisement