রাজনীতি

২০ দলীয় জোট ছাড়লো ইসলামী ঐক্যজোট

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক ছিন্ন করেছে ইসলামী ঐক্যজোট। বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে দলের ত্রি-বার্ষিক সম্মেলনে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল লতিফ নেজামী এ ঘোষণা দেন।  তিনি বলেন, ইসলামী ঐক্যজোট ঘোষণা করছে যে ২০ দলের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের প্রতিটি আসনেই ইসলামী ঐক্যজোট এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। এ ঘোষণার মধ্য দিয়ে বিএনপি-ইসলামী ঐক্যজোটের দীর্ঘ দুই যুগের বেশি সময়ের রাজনৈতিক সম্পর্কের ইতি ঘটলো। সূত্র জানায়, দীর্ঘ দিনের চাপা ক্ষোভ থেকে দলটি এ সিদ্ধান্ত নিয়েছে। সঙ্গে যুক্ত হয়েছে সরকারের ক্রমাগত চাপ ও সুযোগ-সুবিধার প্রতিশ্রুতিও।এদিকে ২০ দলীয় জোট ভাঙ্গার ষড়যন্ত্র চলছে অভিযোগ করে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, দেশে নানা ষড়যন্ত্র চলছে। ২০ দলীয় জোটের বিভিন্ন দলকে সুযোগ-সুবিধা দিয়ে সরানোর চেষ্টা চলছে।বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘ফেলানী ও আমাদের গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। হাফিজ উদ্দিন আহমেদ বলেন, জোট ভাঙ্গার এই ষড়যন্ত্র সফল হবে না। আমরা অপেক্ষায় আছি, খালেদা জিয়ার নেতৃত্বে ২০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামার। উল্লেখ্য, সম্মেলনে মোহাম্মদ আবদুল লতিফ নেজামী পুনরায় দলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।  এএম/এএইচ/এমএস

Advertisement