সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২১ জনের মৃত্যু হয়েছে। এ সংখ্যা গত কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ। তবে এ সময়ে করোনা শনাক্তের হার এবং শনাক্ত হওয়া রোগীর সংখ্যা কমেছে।
Advertisement
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১০ হাজার ৩৭৮ জনের। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩১ দশমিক ১০ শতাংশ।
এর আগের ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয় ১৫ হাজার ৪৪০ জনের। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল ৩৩ দশমিক ৩৭ শতাংশ। শনাক্তের এ হার ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ।
এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৩২৯ জনে এবং মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৭৩ হাজার ১৪৯ জনে।
Advertisement
শনিবার (২৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ২৩০টি নমুনা সংগ্রহ এবং ৩৩ হাজার ৩৭৩টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩১ দশমিক ১০ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ২৩ লাখ ৯০ হাজার ৩১৮টি।
২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা শনাক্তের পর থেকে এখন পর্যন্ত শনাক্তের হার ১৪.৩১ শতাংশ।
এমএইচআর/এএসএম
Advertisement