সাহিত্য

পারাপার গল্পকার পুরস্কার পেলেন ২ জন

গল্প বিষয়ক পত্রিকা ‘পারাপার’র আয়োজনে অনুষ্ঠিত হলো ‘পারাপার গল্পকার পুরস্কার-২০২২’। ২৯ জানুয়ারি দুপুর ১২টায় বগুড়ার শেরপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সভাকক্ষে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

Advertisement

পারাপারের সম্পাদক নাহিদ হাসান রবিনের সভাপতিত্বে ইফতেখার আলম ফরহাদের উপস্থাপনায় স্বাগত বক্তব্য দেন কবি ও গল্পকার লতিফ আদনান।

প্রতি বছর দু’জন গল্পকারকে এ পুরস্কার প্রদান করা হবে। প্রথমবার এ পুরস্কার পেলেন গল্পকার রাশেদ রহমান ও লতিফ জোয়ার্দার। পুরস্কারপ্রাপ্তদের হাতে নগদ অর্থ, ক্রেস্ট, সনদপত্র ও উত্তরীয় তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে অতিথি ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ময়নুল ইসলাম, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রায়হান।

Advertisement

পুরস্কারপ্রাপ্ত দুই গল্পকারের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন কবি ও প্রাবন্ধিক শিবলী মোকতাদির ও মামুন রশীদ।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী ও সংস্কৃতজন। ‘পারাপার’ এ বছরই পুরস্কারটি চালু করেছে।

এসইউ/এএসএম

Advertisement