দেশজুড়ে

করোনায় প্রাণ গেলো চিকিৎসকের

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনায় ডা. জাহেদুল ইসলাম (৬১) নামে অবসরপ্রাপ্ত এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি জেলার সদর উপজেলার বাসিন্দা ছিলেন।

Advertisement

শনিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ডা. জাহিদুল ইসলাম গত ১৭ জানুয়ারি মমেকের করোনা ইউনিটে ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই গতরাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি করোনার প্রথম ডোজ টিকা নিয়েছিলেন বলে তার স্বজনরা জানিয়েছেন।

ডা. জাহেদুল ইসলাম স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ছিলেন। এর আগে তিনি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। তিনি মমেকের সাবেক ছাত্র ছিলেন।

Advertisement

মঞ্জুরুল ইসলাম/এফএ/এমএস