দেশজুড়ে

খুলনায় ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু রোববার

খুলনায় আগামী রোববার (১০ জানুয়ারি) থেকে শুরু হবে তিন দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা। খুলনা কালেক্টরেট চত্বরে এই মেলা অনুষ্ঠিত হবে। ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৬ উপলক্ষে বৃহস্পতিবার সকালে খুলনা প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। খুলনা জেলা প্রশাসন আয়োজিত এ ব্রিফিংয়ে মেলা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) সুলতান আলম।তিনি জানান, সরকার প্রতিশ্রুত রূপকল্প ২০২১ বাস্তবায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। এটা ব্যবহার করে জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধিসহ জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে এবং ইতোমধ্যে জনসাধারণ এর সুফল পেতেও শুরু করেছে। এর ধারাবাহিকতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার সহজলভ্য ও জনপ্রিয় করার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচির আওতায় খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে।তিনি আরও বলেন, ১০-১২ জানুয়ারি ২০১৬ খুলনা কালেক্টরেট চত্বরে তিন দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে। মেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।  প্রতিদিন শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা, সেমিনার এবং সন্ধ্যায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান মিলে ৪০টি স্টল তাদের প্রযুক্তি ও সেবা প্রদর্শন করবে।  এবারে মেলায় জাতীয় গুরুত্বপূর্ণ ১০টি সামাজিক সমস্যা সমাধানের পরিপ্রেক্ষিতে Solve-A-Thon প্রতিযোগিতার আয়োজন করা হবে।  প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।১০ জানুয়ারি বিকেল ৩টায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। বিশেষ অতিথি থাকবেন খুলনা জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশিদ, এটুআই প্রোগ্রামের পরিচালক (ইনোভেশন) মো. মোস্তাফিজুর রহমান এবং এটুআই প্রোগ্রামের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা।এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মনিরুজ্জামান, খুলনা প্রেসক্লাবের সভাপতি মকবুল হোসেন মিন্টু, খুলনা জেলা তথ্য অফিসের উপ-পরিচালক ম. জাভেদ ইকবাল, খুলনা পিআইডির সিনিয়র তথ্য অফিসার জিনাত আরা আহমেদসহ খুলনায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক প্রতিনিধি উপস্থিত ছিলেন।আলমগীর হান্নান/এসএস/এমএস

Advertisement