যাত্রীদের অব্যাহত চাহিদার কারণে সৈয়দপুর-ঢাকা রুটে আরেকটি বেসরকারি বিমান চালু হচ্ছে। আগামি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ নিয়ে এই রুটে চারটি বিমান নিয়মিত চলাচল করবে। উত্তরবঙ্গের ব্যবসা-বাণিজ্য সমৃদ্ধ নীলফামারীর সৈয়দপুর-ঢাকা রুটে বাংলাদেশ বিমানের পাশাপাশি ইউএস-বাংলা, ইউনাইটেড এয়ারওয়েজ প্রতিযোগিতামূলক কম ভাড়ায় নিয়মিতভাবে চলাচল করছে। যাত্রী সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এসব পরিবহনে প্রায় সময় হিমশিম খেতে হয়। এ অবস্থায় ৬৬ আসন বিশিষ্ট নভো এয়ারওয়েজ চালুর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটির কর্তৃপক্ষ। ইতোমধ্যে সংস্থাটি বিমান চলাচলে সকল কার্যক্রম গ্রহণ করেছে বলে সংস্থার স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে নোভা এয়ারওয়েজ এক কর্মকর্তা মোবাইল ফোনে জাগো নিউজকে বলেন, বিমান চলাচলের যাবতীয় কার্যক্রম সম্পন্ন হয়েছে। আগামী মাসের প্রথম সপ্তাহে নোভা এয়ারওয়েজ চালু হবে। সঠিক সময় নির্ধারণ হলেও সংবাদকর্মীকে জানানো হবে।জাহেদুল ইসলাম/এমজেড/পিআর
Advertisement