খেলাধুলা

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহর

ঢাকায় নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল মিনিস্টার ঢাকা এবং সিলেট সানরাইজার্স। তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ এবং মাশরাফিদের ঢাকাকে ওই ম্যাচে স্রেফ উড়িয়ে দিয়েছিল সিলেটের তারুণ্য নির্ভর দল। সে সঙ্গে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছিল তারা।

Advertisement

চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচে আবারও মুখোমুখি ঢাকা এবং সিলেট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস করতে নেমে কয়েন নিক্ষেপে জিতলেন ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। টস জিতেই তিনি প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন। ব্যাট করার জন্য আমন্ত্রণ জানালেন সিলেট অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতকে।

সিলেট সানরাইজার্স একাদশ

মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), আলাউদ্দিন বাবু, সোহাগ গাজী, মুক্তার আলি, তাসকিন আহমেদ, সানজামুল ইসলাম, লেন্ডল সিমন্স, কলিন ইনগ্রাম এবং রবি বোপারা।

Advertisement

মিনিস্টার গ্রুপ ঢাকা একাদশ

মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম শেখ, শুভাগত হোম, রুবেল হোসেন, এবাদত হোসেন, ইমরানুজ্জামান, মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), অ্যান্ড্রু রাসেল এবং কাইস আহমেদ।

আইএইচএস/

Advertisement