বিনোদন

আবারো একসঙ্গে মোশাররফ-শখ!

জনপ্রিয় ধারাবাহিক সিকান্দার বক্সে স্বামী-স্ত্রী চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা মোশাররফ করিম ও অভিনেত্রী আনিকা কবির শখ। নাটকে তাদের পর্দা কেমিস্ট্রি মন জয় করেছিলো দর্শকদের। এছাড়াও বেশ কিছু নাটকে তারা কাজ করে প্রশংসিত হয়েছেন।সে জনপ্রিয়তাকে পুঁজি তরে আবারো জুটি বাঁধলেন মোশাররফ-শখ। তারা দুজনে স্বামী-স্ত্রী চরিত্রে সম্প্রতি অভিনয় করেছেন ‌‘আমার ইচ্ছে করে না’ নামের একটি এক ঘণ্টার নাটকে। সালাম পাঠানের রচনায় শামীম জামানের পরিচালনায় নাটকটির শুটিং এরইমধ্যে শেষ হয়েছে। নাটকটি নিয়ে পরিচালক শামীম জামান জানান, গল্পটি বেশ মজার। মোশাররফ করিমের কোন কিছুই করতে ইচ্ছে করেনা। ঘুম থেকে দেরি করে ওঠে, বাসা থেকে বের হতে চায়না। তাই মোশাররফ করিম বিয়ে করে শখকে। কিন্তু বিয়ের পর এবার বউ পেয়ে তার ঘুম ভাঙ্গে না, বাসা থেকে বের হয় না। এভাবেই এগিয়ে চলে হাস্যরসে ভরপুর এই নাটকের গল্প। নাটকে আরো অভিনয় করেছেন আমিনুল হক হেলাল, মনিরা মিঠু, মৌসুমী সরকার প্রমুখ। খুব শিগগিরই একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে ‘আমার ইচ্ছে করে না’ নাটকটি।এলএ

Advertisement