করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
Advertisement
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে জাতীয় সংসদের আরটিপিসিআর ল্যাবে নমুনা দেন জিএম কাদের। শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
জিএম কাদেরের প্রেস উপদেষ্টা খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
এর আগে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিতে গেলে গত ১৫ জানুয়ারি সংসদের আরটিপিসিআরে নমুনা দেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। করোনা পরীক্ষায় তার রিপোর্ট পজেটিভ আসে।
Advertisement
দেলোয়ার জালালী বলেন, ‘শুরু থেকেই জাপা চেয়ারম্যান স্বাভাবিক ছিলেন। ঘরেই চিকিৎসা নেন তিনি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ সেবন করেছেন।’
এসএম/এএএইচ/এমএস