দেশজুড়ে

কুষ্টিয়ায় আরও ২১৩ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় আরও ২১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০ দশমিক ৮৮ শতাংশ।

Advertisement

শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে সিভিল সার্জন ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘৫২১ জনের নমুনা পরীক্ষার বিপরীতে ২১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। যা গত সাড়ে পাঁচ মাসের মধ্যে শনাক্তের রেকর্ড। এ সময়ে ১৯ জন করোনা রোগী সুস্থ হয়েছেন ‘

এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৭৯১ জনের মৃত্যু হয়েছে। করোনা শনাক্ত হয়েছে ১৯ হাজার ৯৬৪ জনের দেহে। এর মধ্যে ১৮ হাজার ১৬২ জন সুস্থ হয়েছেন।

Advertisement

আল-মামুন সাগর/আরএইচ/এমএস