মালদ্বীপে মাস্ক না পরায় ১ হাজার ৯৩৭ জনকে জরিমানা করা হয়েছে। দেশটির রাষ্ট্রপতির কার্যালয় হুঁশিয়ারি দিয়েছে যারা মাস্ক ব্যবহার করবে না কিংবা অবহেলা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) পুলিশের একজন মুখপাত্র মালদ্বীপের গণমাধ্যম ‘সান’কে বলেছেন, ৬ জানুয়ারি থেকে এখন পর্যন্ত মাস্ক না পরার জন্য মোট ১ হাজার ৯৩৭ জনকে জরিমানা করা হয়েছে। এই সময়ের মধ্যে কোয়ারেন্টাইনের নিয়ম লঙ্ঘনকারী ব্যক্তিদেরও জরিমানা করা হয়েছে।
মালদ্বীপে পাবলিক স্পেসে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। না পরলে এক হাজার রুপিয়া, যা বাংলা টাকায় পাঁচ হাজার টাকা জরিমানা করার ক্ষমতা পুলিশকে দেওয়া হয়েছে।
মালদ্বীপে যখন করোনা বিধিনিষেধগুলোকে সহজীকরণ দেওয়া হয়েছিল জনসাধারণের মধ্যে মাস্ক না পরা এমন লোকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল।
Advertisement
মালদ্বীপ বর্তমানে নতুন করে সংক্রমণ বাড়ছে। পুলিশকে মালদ্বীপে স্বাস্থ্য সুরক্ষা সংস্থার (এইচপিএ) নির্দেশিকা বাস্তবায়ন করার আদেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, মালদ্বীপে এক সপ্তাহেরও বেশি সময় ধরে দৈনিক শনাক্ত ২০০০ এর ওপরে।
গত ২৪ ঘণ্টায়, মালদ্বীপে করোনা আক্রান্ত হয়েছে ২৪৯৯ জন। এই নিয়ে করোনা আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১২৮৯৫০ জনে। স্বাস্থ্য সুরক্ষা সংস্থা তাদের নিয়মিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে।
এইচপিএ এর তথ্য অনুযায়ী, নতুন শনাক্ত হওয়া ২ হাজার ৪৯৯ জনের মধ্যে বৃহত্তর রাজধানী অঞ্চলে আক্রান্ত ১ হাজার ২৮০জন। মালের বাইরে আবাসিক দ্বীপ থেকে ৬৯৭ জন। পর্যটনকেন্দ্র থেকে ৫৬ জন। একটি লাইভবোর্ড থেকে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ২২২০ করোনা আক্রান্ত রোগী সম্পূর্ণ সুস্থ হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। এখন পর্যন্ত মোট সুস্থ হওয়ার সংখ্যা ১১০৮৫২ জনে। এ পর্যন্ত ১৬৯৫০ জন আক্রান্ত রোগী রয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছে ৫৪ জন রোগী। বছরের প্রথম মাসে মালদ্বীপে ৯ জন করোনায় মৃত্যুর রেকর্ড করা হয়েছে। মোট মৃতের সংখ্যা ২৭৪ জন।
Advertisement
এমআরএম/জিকেএস