জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতালে তেমন কোনো প্রভাব পড়েনি রাজধানীর ব্যাংক পাড়া মতিঝিলে। স্বাভাবিক নিয়মে চলছে ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজারের কার্যক্রম। ব্যাংকগুলোতে কর্মকর্তা ও কর্মচারীদের পাশাপাশি গ্রাহকের উপস্থিতিও স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ থেকে ১টা পর্যন্ত মতিঝিলে ব্যাংক পাড়ায় এমন চিত্র দেখা গেছে।এ সময় রাজধানীর ব্যস্ততম এলাকা মতিঝিল, দৈনিক বাংলা, কমলাপুর, ফকিরাপুল এলাকার সড়কে যানবাহন চলাচল ছিল অনেকটাই স্বাভাবিক। এসব এলাকায় রাস্তার মোড়ে মোড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি বেশি দেখা গেছে। পুলিশ ও র্যাবের পাশাপাশি সাদা পোশাকের পুলিশও মাঠে রয়েছে।সোনালী ব্যাংকের লোকাল অফিসের জেনারেল ম্যানেজার ফনীন্দ্র ত্রিবেদী বলেন, হরতালে কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি গ্রাহক উপস্থিতিও স্বাভাবিক রয়েছে। যথা নিয়মেই চলছে ব্যাংকিং লেনদেন। হরতালের কোন প্রভাব পরেনি দেশের দুই শেয়ারাবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। বিনিয়োগকারীদের উপস্থিতিতে স্বাভাবিক নিয়মে চলছে লেনদেন। উল্লেখ্য, বুধবার সকালে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান। এসআই/এসআইএস/পিআর
Advertisement