দেশজুড়ে

করোনা: সাতক্ষীরায় আরও ৫ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় করোনা উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাতে সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি বলেন, ‘করোনা উপসর্গ নিয়ে মৃতরা সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।’

তারা হলেন- জেলার কালিগঞ্জ উপজেলার বাজারগ্রাম রহিমপুর গ্রামের মৃত বিলাত আলীর ছেলে শেখ আবদার রহমান (৮০), একই উপজেলার বাঁশদহা গ্রামের আব্দুল হাইয়ের স্ত্রী শাকিলা খাতুন (৫০), চাম্পাফুল গ্রামের বিপিন গাইনের ছেলে সুবদ গাইন (৭৫), সদর উপজেলার লক্ষীদাড়ি গ্রামের আমজাদ গাজীর স্ত্রী খালেদা বেগম (৫৫) ও সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার রাশেদ আহম্মেদের স্ত্রী বিলকিস (৫০)।

জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৭৭ জন করোনা পজিটিভ হয়েছেন। এসময় র‌্যাপিড অ্যান্টিজেন কীট ও সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ১৫৯ নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৪৮ দশমিক ৪৩ শতাংশ।

Advertisement

জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮৮ জন ও উপসর্গে ৭৮৮ জন মারা গেছেন।

আহসানুর রহমান রাজীব/আরএইচ/জেআইএম