স্বাস্থ্য

করোনায় আরও ১৫ মৃত্যু, শনাক্ত ১৫৮০৭

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ২৮৮ জনে।

Advertisement

একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৮০৭ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৪৭ হাজার ৩৩১ জনে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১০৩৭ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬১ হাজার ৪৩ জন।

Advertisement

২৪ ঘণ্টায় করোনা শনাক্তে নমুনা সংগ্রহ করা হয় ৪৯ হাজার ৫৭৯ জনের। তাদের মধ্যে পরীক্ষা করা হয় ৪৯ হাজার ৪২৫ জনের নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১ দশমিক ৯৮ শতাংশ। ২০২০ সালের ৮ মার্চ থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ১৯ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৫ জন পুরুষ এবং ১০ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ৮ জন, চট্টগ্রামে ৩ জন, রাজশাহীতে ২ এবং বরিশাল ও রংপুরে একজন করে মারা গেছেন।

এমইউ/এমএইচআর/জেআইএম

Advertisement