দেশজুড়ে

সাতক্ষীরায় করোনা উপসর্গে আরও দুজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) রাতে জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার এ তথ্য নিশ্চিত করেন।

Advertisement

তিনি বলেন, ‘সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।’

ডা. জয়ন্ত কুমার বলেন, ‘জ্বর-সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে বেশ কয়েকদিন আগে তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় ‘

এদিকে গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় নতুন করে আরও ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। এসময় র‍্যাপিড অ্যান্টিজেন কীট ও সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ২৩৮ নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ২৯ দশমিক ৮৩ শতাংশ।

Advertisement

এনিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮৮ জন এবং করোনা উপসর্গ নিয়ে ৭৮৩ জন মারা গেছেন।

আহসানুর রহমান রাজীব/আরএইচ