বিনোদন

আমার আমিতে একসঙ্গে দুই মা

দীর্ঘদিন ধরেই তাদেরকে এদেশের নাটক-চলচ্চিত্রের দর্শকরা মায়ের চরিত্রেই দেখে আসছেন। তাই এই মুখ দুটি দেখলেই মনে হয় খুব চেনা কেউ, কাছের কেউ। সবার চোখে ভেসে উঠে নিজের মমতাময়ী মায়ের মুখ। পর্দার বাইরেও এই দুই অভিনেত্রীকে মায়ের মতোই মানেন ও সম্মান করেন তাদের চেয়ে কম বয়সী অভিনয়শিল্পীরা। বলছি জনপ্রিয় অভিনেত্রী দিলারা জামান ও শর্মিলী আহমেদের কথা। তারা বহুবার একসঙ্গে অভিনয় করেছেন। তাই নিজেদের মধ্যে সম্পর্কটাও পারিবারিক আর বন্ধুত্বের। এবার এই দুই গুণী শিল্পীকে একসঙ্গে দেখা যাবে বাংলাভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‌‘আমার আমি’তে। এর আগামী পর্বে অতিথি হয়ে আসবেন দিলারা জামান ও শর্মিলী আহমেদ। অনুষ্ঠানে তারা কথা বলবেন অভিনয়ের বিভিন্ন বিষয় নিয়ে। এছাড়া আরও বলবেন ব্যক্তিজীবনের গল্পসহ নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনার কথা।রূমানা মালিক মুনমুনের উপস্থাপনায় ‘আমার আমি’র এই পর্বটি বাংলাভিশনে প্রচার হবে শনিবার, ৯ জানুয়ারি রাত ৯টা ০৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাজ্জাদ হুসাইন।দিলারা জামান৬০’ দশকের শুরুতে বাংলা নাটকে অভিনয়ের মধ্য দিয়ে দিলারা জামানের অভিষেক। প্রথম জীবনে নায়িকা, পরবর্তী সময়ে কখনো বড় বোন, মা, খালা, দাদী চরিত্রে অভিনয় করে দিলারা জামান তার সুপ্ত প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। পাঁচ শতাধিক বাংলা নাটকে অভিনয় করেছেন খ্যাতিমান গুণী অভিনয় শিল্পী দিলারা জামান। দিলারা জামান ১৯৪০ সালে ভারতের বর্ধমান গ্রামীণ পল্লীতে জন্মগ্রহণ করেন। ভারতের হিন্দু–মুসলিম দাঙ্গা শুরু হলে দিলারা জামান পরিবারের সাথে ৬০’ দশকের শুরুতে ভারতের বর্ধমান থেকে যশোরে চলে আসেন।দিলারা জামানের স্বামী ফখরুজ্জামান চৌধুরী একজন সাবেক সরকারি আমলা, সুপরিচিত কলামিস্ট। দীর্ঘদিন দৈনিক ভোরের কাগজে মৌলিক ধারার কলাম লিখেছেন। ২ মেয়ে নিয়ে তাদের সুখের সংসার। বর্তমানে দুই মেয়েই যুক্তরাষ্ট্র প্রবাসী।শর্মিলী আহমেদএদিকে মাত্র চার বছর বয়স থেকে শর্মিলী আহমেদ অভিনয় শুরু করেন। তার অভিনয় জীবনে তিনি মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। শর্মিলীর জন্ম ১৯৪৪ সালের ৮ মে মুর্শিদাবাদে। ১৯৬৮ সালে শর্মিলী প্রযোজক-পরিচালক রকিব উদ্দিন আহমেদের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন। তার বোন ওয়াহিদা মল্লিক জলি। তার মেয়ে তনিমা।চলচ্চিত্রে প্রথমে তিনি অভিনয় করেছেন নায়িকা চরিত্রে। হাতেগোনা ক’টি ছবিতে নায়িকা ছিলেন শর্মিলী আহমেদ। এরপর নায়িকা থাকা অবস্থায় প্রথম মায়ের চরিত্রে অভিনয় করলেন ১৯৭৬ সালে আগুন ছবিতে। তারপর মমতাময়ী মায়ের রূপে হামেশাই টেলিভিশন ও চলচ্চিত্রে হাজির হয়েছেন শর্মিলী আহমেদ।এলএ

Advertisement