বুধবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ধর্মপুর জামকুড়ি মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
Advertisement
নিহত শিশুর নাম- মোহাম্মদ আলী (১২)। সে বিরল উপজেলার উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজইন ভুটিয়াবন গ্রামের শরিফ আলীল ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে ধর্মপুর ইউনিয়নের কামদেবপুর বাজার থেকে চেয়ারম্যান প্রার্থী মো. নুর ইসলাম (ঘোড়া) প্রতীকের শতাধিক মোটরসাইকেল ও কয়েকটি ট্রাক্টর নিয়ে মিছিল বের হয়। মিছিলটি বিকেল সাড়ে ৪টার দিকে ধর্মপুর জামকুড়ি মসজিদ এলাকা অতিক্রম করছিল। এ সময় বেপরোয়া গতির একটি ট্রাক্টরের স্কেল ভেঙে উল্টে যায়। এতে ট্রাক্টরের ওপরে থাকা শিশু মোহাম্মদ আলী চাপা পড়ে। ঘটনাস্থলেই সে মারা যায়।
বিরল উপজেলার জগতপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শামসুল আলম জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
Advertisement
৩১ জানুয়ারি সপ্তম ধাপের নির্বাচনে বিরল উপজেলার ছয় ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এমদাদুল হক মিলন/আরএইচ