দেশে প্রতিদিনই করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। সংক্রমণ রোধে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এই বিধিনিষেধের মধ্যেও ভূরিভোজের আয়োজন করলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শরীফ হারুন অর রশিদ।
Advertisement
মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুর থেকে রাত পর্যন্ত হাজার মানুষ এ ভূরিভোজে অংশ নেন। বিধিনিষেধ অমান্য করে একজন জনপ্রতিনিধির এ আয়োজনে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্র জানায়, গত ২৬ ডিসেম্বর পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়। আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নে চশমা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হোন শরীফ হারুন অর রশিদ। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে চেয়ারম্যান হিসেবে শপথবাক্য পাঠ করেন তিনি। দুপুরে নিজ গ্রামে আয়োজন করেন ভূরিভোজ।
বানা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন জাগো নিউজকে বলেন, করোনা সংক্রমণ রোধে সরকার বিধিনিষেধ জারি করেছে। আমাদের সবাইকে এ বিধিনিষেধ মানতে হবে। এ অবস্থায় নবনির্বাচিত চেয়ারম্যানের এমন আয়োজন চিন্তার বিষয়। তবে তিনি জনগণের ভালো চান না, এটা নিশ্চিত।
Advertisement
এ ব্যাপারে বানা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শরীফ হারুন অর রশিদ জাগো নিউজকে বলেন, ‘এটা ছোটখাটো একটা দোয়ার মাহফিল ছিল। সামাজিক দূরত্ব বজায় রেখে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হক বলেন, ‘বিষয়টি কেউ আমাকে জানাননি। এমন আয়োজনের কথা জানলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতো। তবে তাকে সতর্ক করা হবে।’
এন কে বি নয়ন/এসআর/জিকেএস
Advertisement