জাতীয়

চট্টগ্রামে প্রতিবন্ধী শিক্ষার্থীরা পেল করোনার টিকা

চট্টগ্রামে বিশেষ চাহিদাসম্পন্ন (মানসিক প্রতিবন্ধী) ৪৪ শিক্ষার্থীকে করোনাভাইরাস প্রতিরোধী টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। করোনা থেকে সুরক্ষায় সমাজসেবা অধিদপ্তরের অধীনে তাদের টিকা দেওয়া হয়েছে।

Advertisement

বুধবার (২৬ জানুয়ারি) দুপুর পর্যন্ত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রে প্রতিবন্ধী এসব শিক্ষার্থীকে অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ দেওয়া হয়।

এই কর্মসূচির আওতায় মোট ২০০ জনকে টিকার আওতায় আনার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়। পর্যায়ক্রমে তাদের এই টিকা প্রদান করা হবে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, সরকারের নির্দেশে চট্টগ্রামে শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে টিকার আওতায় আনার কার্যক্রম চলমান। টিকা নেওয়া থাকলে করোনার ঝুঁকি অনেকটা কমে যায়। তাই নিজে টিকা নিয়ে অন্যকে নিতে উৎসাহিত করতে হবে। পাশাপাশি মাস্ক পরিধানসহ সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে। এছাড়া জনসমাগম হয় এমন সামাজিক অনুষ্ঠান এড়িয়ে চলতে হবে।

Advertisement

শিক্ষার্থীদের টিকা দেওয়ার সময় উপস্থিত ছিলেন বাউবি চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রের উপ-পরিচালক (অর্থ ও হিসাব) মো. আনিছুল করিম, মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবুল কাশেম, জেলা স্বাস্থ্য পরিদর্শক অলক দাশ, স্বাস্থ্য পরিদর্শক পরিতোষ বড়ুয়া, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ইলু বড়ুয়া প্রমুখ।

মিজানুর রহমান/কেএসআর/জিকেএস