দেশজুড়ে

টাঙ্গাইলে করোনায় নারী-শিশু কোর্ট বন্ধ

টাঙ্গাইলে করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা দিন দিন বাড়ছে। পেশকারসহ তিন কর্মচারী করোনায় আক্রান্ত হওয়ায় টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচার কাজ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

Advertisement

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি আলী আহমেদ জানান, আদালতের তিনজন স্টাফের শরীরে করোনা শনাক্ত হওয়ায় তারা আইসোলেশনে রয়েছেন। এর ফলে স্টাফ সংকট দেখা দেওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সব বিচারিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এদিকে বুস্টার ডোজ নেওয়ার পরও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন দ্বিতীয় বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি তিনি নিজে নিশ্চিত করে জানান, গত সোমবার (২৪ জানুয়ারি) জাতীয় সংসদে নমুনা দেন তিনি। এরপর মঙ্গলবার রিপোর্টে তিনি করোনা পজিটিভ বলে জানা যায়। বর্তমানে ঢাকার বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ২২২ নমুনা পরীক্ষায় নতুন করে ৭৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৩৩ দশমিক ৭৮ ভাগ।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান জানান, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৬৭ জন, বাসাইল, কালিহাতী, ঘাটাইল ও ভূঞাপুর উপজেলায় দুইজন করে রয়েছেন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা চারজন। বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন ৪০৬ জন।

Advertisement

আরিফ উর রহমান টগর/আরএইচ/জিকেএস