কুষ্টিয়া জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আর এম সেলিম শাহনেওয়াজ করোনায় আক্রান্ত হয়েছেন।
Advertisement
বুধবার (২৬ জানুয়ারি) জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. সবুজ হাসান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘উপসর্গ থাকায় মঙ্গলবার সকালে জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনার নমুনা দেন। সন্ধ্যায় ফলাফলে জানা যায় তিনি করোনা পজিটিভ। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন এবং তিনি সুস্থ রয়েছেন। এর আগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আর এম সেলিম শাহনেওয়াজের করোনা শনাক্ত হয়। বর্তমানে তিনি কুষ্টিয়ায় হোম আইসোলেশনে রয়েছেন।’
এদিকে কুষ্টিয়ায় করোনা শনাক্তের সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৩২৬ জনের নমুনা পরীক্ষায় আরও ১২০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৬ দশমিক ৮০। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত ১৯ হাজার ৬১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ১৮ হাজার ১৪৩ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। জেলায় এ পর্যন্ত ৭৯০ জনের মৃত্যু হয়েছে।
Advertisement
আল-মামুন সাগর/আরএইচ/এমএস