সাভারে চলছে জামায়াতে ইসলামীর ঢিলেঢালা হরতাল। বৃহস্পতিবার সকাল থেকে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। মাঠে নেই জামায়াত শিবিরের নেতা-কর্মীরাও। তবে হরতালের প্রতিবাদে খণ্ড খণ্ড মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দূর পাল্লার যানবাহন চলাচল তুলনামুলক কম থাকলেও ব্যস্ততা কমেনি ঢাকা-আরিচা মহাসড়কেও। গণপরিবহন, মালবাহী গাড়ি ও ব্যক্তিগত গাড়ির চলাচল রয়েছে স্বাভাবিক। এদিকে হরতালকে অবৈধ উল্লেখ করে সাভার ও আশুলিয়ায় খণ্ড খন্ড মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সকালে আওয়ামী লীগ নেতা হাজী শাহাব উদ্দিন মাদবরের নেতৃত্বে আশুলিয়া বাসস্ট্যান্ড থেকে একটি মিছিল বের করা হয়। এতে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী ইমতিয়াজ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাদের মাদবরসহ শত শত আওয়ামী লীগ নেতা-কর্মী অংশ নেন। সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে থানা বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল করেছে পৌর হকার্স লীগ। উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরাও পৃথক পৃথকভাবে বিভিন্ন স্থানে মিছিল সমাবেশ করেছেন। এদিকে সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় হরতালের সমর্থনে গাড়ি ভাঙচুর করার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো উপজেলায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। আল-মামুন/জেডএইচ/পিআর
Advertisement