স্বাস্থ্য

দেশে কোন টিকা কত ডোজ দেওয়া হলো

গত বছরের ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা প্রতিরোধী টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। দেশে প্রথম পর্যায়ে গণটিকাদান শুরু হয় ওই বছরের ৭ ফেব্রুয়ারি। ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে এ কর্মযজ্ঞ শুরু হলেও পরবর্তীতে পর্যায়ক্রমে ফাইজার, মডার্না, সিনোফার্ম এবং সিনোভ্যাকের টিকাদান করা হয়।

Advertisement

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত প্রায় এক বছরে (২০২১ সালের ২৭ জানুয়ারি থেকে এ বছরের ২৫ জানুয়ারি পর্যন্ত) দেশে ১৫ কোটি ৬৪ লাখ ১৬ হাজার ৬০৪ জনকে টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ ৯ কোটি ৫৪ লাখ ৪০ হাজার ৩২১ জন, দ্বিতীয় ডোজ ৫ কোটি ৯৭ লাখ ১১ হাজার ৫৩৮ জন এবং বুস্টার ডোজের টিকা নিয়েছেন ১২ লাখ ৬৪ হাজার ৭৪৫ জন।

দেশে কোন টিকা কত ডোজ দেওয়া হলো:এ পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন ২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ৮৫৮ জন। এর মধ্যে ১ কোটি ৮৮ লাখ ৩ হাজার ৪১৬ জন প্রথম ডোজ, ৮৯ লাখ ৪৪ হাজার ৯৫৬ জন দ্বিতীয় ডোজ এবং ৫ লাখ ৭৫ হাজার ৪৮৬ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে।

ফাইজারের টিকা নিয়েছেন ২ কোটি ৯ লাখ ৪ হাজার ২৭৭ জন। এর মধ্যে ১ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ৪৩৩ জন প্রথম ডোজ, ৩৭ লাখ ২৪ হাজার ৬২ জন দ্বিতীয় ডোজের এবং ৩ লাখ ৯ হাজার ৭৮২ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে।

Advertisement

সিনোফার্মের টিকা নিয়েছেন ৫ কোটি ৫০ লাখ ২৫ হাজার ৭৭২ জন। এর মধ্যে ৫ কোটি ৯ লাখ ৯১ হাজার ৯২৮ জন প্রথম ডোজ, ৩৭ লাখ ২৪ হাজার ৬২ জন দ্বিতীয় ডোজ এবং ৩ লাখ ৯ হাজার ৭৮২ জনকে বুস্টার ডোজের টিকা দেওয়া হয়।

মডার্নার টিকা নিয়েছেন ৬০ লাখ ৫৪ হাজার ৬১ জন। এর মধ্যে ৩০ লাখ ৯ হাজার ৩৭ জন প্রথম ডোজ, ২৬ লাখ ৬৪ হাজার ৮৫০ জন দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজ নিয়েছেন ৩ লাখ ৭৯ হাজার ৪৭৭ জন।

এ পর্যন্ত সিনোভ্যাকের টিকা নিয়েছেন ৫৭ লাখ ৭ হাজার ৫২৯ জন। এর মধ্যে ২৬ লাখ ৬৩ হাজার ২০২ জন প্রথম ডোজ, ২৬ লাখ ৬৪ হাজার ৮৫০ জন দ্বিতীয় ডোজ এবং ৩ লাখ ৭৯ হাজার ৪৭৭ জনকে বুস্টার ডোজের টিকা দেওয়া হয়েছে।

এমইউ/এমকেআর/জেআইএম

Advertisement