দেশজুড়ে

হরতালে রাজশাহীর জনজীবন স্বাভাবিক

যুদ্ধাপরাধী মামলায় জামায়াতের শীর্ষ নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় আপিল বিভাগে বহাল রাখার প্রতিবাদে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল রাজশাহীতে চলছে ঢিলেঢালাভাবে। বৃহস্পতিবার ভোর থেকে এখন পর্যন্ত মহানগরীর কোথাও জামায়াত শিবিরের নেতাকর্মীদের মিছিল ও পিকেটিং করতে দেখা যায়নি। একই সঙ্গে মহানগরীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এদিকে, কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বাস চলাচল না করলেও বিচ্ছিন্নভাবে বাস ও ট্রাক চলাচল করতে দেখা গেছে। অপরদিকে, হরতালে নাশকতা ঠেকাতে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকেও নেয়া হয়েছে বিশেষ সতর্কাবস্থা।আরএমপির কমিশনার মো. শামসুদ্দিন জাগো নিউজকে জানান, হরতালে নাশকতা ঠেকাতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে পুলিশের বিশেষ কয়েকটি টিম মাঠে কাজ করছে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।শাহরিয়ার অনতু/এমজেড/পিআর

Advertisement