দেশজুড়ে

বুস্টার ডোজ নিয়েও পিরোজপুরের সিভিল সার্জন করোনায় আক্রান্ত

টিকার তৃতীয় (বুস্টার) ডোজ নিয়েও করোনায় আক্রান্ত হয়েছেন পিরোজপুরের সিভিল সার্জন মো. হাসনাত ইউসুফ জাকি। সরকারি বাসভবনে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।

Advertisement

মঙ্গলবার (২৫ জানুয়ারি) করোনা পরীক্ষার পর তার করোনা শনাক্ত হয়। পিরোজপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. নিজাম উদ্দিন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

পিরোজপুরের সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকি সোমবার থেকে অসুস্থ বোধ করেন। মঙ্গলবার নমুনা দেওয়ার পর তার করোনা শনাক্ত হয়।

গত ২৪ ঘণ্টায় সিভিল সার্জনসহ জেলায় ৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় ২৩ জন, মঠবাড়িয়া উপজেলায় ১৫ জন এবং নাজিরপুর উপজেলায় পাঁচজন।

Advertisement

সিভিল সার্জন মো. হাসনাত ইউসুফ জাকি করোনার টিকার দুই ডোজ গ্রহণ করেন। সম্প্রতি বুস্টার ডোজ গ্রহণ করেছিলেন তিনি।

এসজে/এমএস