ধাঁধা :১. ‘ইড়িং বিড়িং তিড়িং ভাই, চোখ দুটি তার মাথা নাই। আছে দুটি বাঁকা হাত, পানিতে বসে খায় ভাত।’২. ‘ইট ঘুঘুর পিঠ টান, কোন ঘুঘুর চার কান।’৩. ‘ইংরেজিতে বলি, বাংলায় প্রায় ভুলি। বাইরের ঘরে থাকে, দুশমনের জন্যও রাখে।’৪. ‘ইংরেজিতে বাদ্য, বাংলায় খাদ্য। কিবা সেই ফল, চট করে বল।’উত্তর :১. কাঁকড়া২. ঘরের চাল৩. চেয়ার৪. বেলএসইউ/পিআর
Advertisement