লিওনেল মেসির জোড়া গোলে দুর্দান্ত এক জয় পেয়েছে বার্সেলোনা। কাম্প নউয়ে বুধবার রাতে কোপা দেল রের সেরা ষোলোর প্রথম লেগের ম্যাচে ৪-১ গোলে এসপানিওলকে হারিয়েছে লুইস এনরিকের দল। এ জয়ে কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে এক পা দিয়েই রাখলো লুইস এনরিকের দল। আগামী বুধবার এসপানিওলের মাঠে হবে ফিরতি লেগ। নিজেদের মাঠে ৭ মিনিটেই এগিয়ে যেতে পারতো বার্সেলোনা। বল পায়ে ঢুকে পড়েছিলেন নেইমার, কিন্তু বাধা হয়ে দাঁড়ান এসপানিওল গোলরক্ষক। দুই মিনিট বাদেই ম্যানচেস্টার সিটির সাবেক স্ট্রাইকার ফেলিপে কাইসাদোর গোলে এগিয়ে যায় এসপানিওল। অবশ্য দুই মিনিটও স্থায়ী হয়নিঅতিথিদের এগিয়ে যাওয়ার উল্লাস। মেসির গোলে সমতায় ফেরে বার্সেলোনা। দারুণ দলগত প্রচেষ্টার আক্রমণটির শুরু লুইস সুয়ারেসের পা থেকে। তার বাড়ানো বল নেইমার ধরে পাস দেন আন্দ্রেস ইনিয়েস্তাকে। বহুদিনের এই সতীর্থের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ডি বক্সে ঢুকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন লিওনেল মেসি। ৪৪তম মিনিটে মেসির দারুণ নৈপুণ্যে অবশেষে দ্বিতীয় গোলের দেখা পায় বার্সেলোনা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ২৪টি ফ্রি-কিক থেকে মেসির এটা চতুর্থ গোল। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে স্কোরলাইন ৩-১ করে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন জেরার্দ পেকে। ৬০তম মিনিটে হ্যাটট্রিক হতে পারতো মেসির, কিন্তু নেইমারের আড়াআড়ি পাসে ঠিকমতো পা লাগাতে পারলেন না এবারের ফিফা ব্যালন ডি’অরের শক্ত দাবিদার। এর খানিক পর গোলের সুযোগ হারান নেইমার নিজেই।৭২তম মিনিটে বড় ধাক্কাটি খায় এসপানিওল। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন পারাগুয়ের মিডফিল্ডার হের্নান পেরেস। শুরু থেকেই একের পর এক ফাউল করা দলটি এর ৩ মিনিট পরে নেমে যায় ৯ জনে। সরাসরি লাল কার্ড দেখেন সেনেগালের মিডফিল্ডার দিয়োপ।৮২তম মিনিটে আবারো গোলের সহজ সুযোগ হারায় বার্সেলোনা। ৮৮তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যান নেইমার। শেষ মুহূর্তে হ্যাটট্রিক পূরণের আরেক বার সুযোগ পেয়েছিলেন মেসি। কিন্তু আরো নিশ্চিত হতে নিজে শট না নিয়ে তিনি বল বাড়ান সুয়ারেসকে। বলে পা লাগাতে ব্যর্থ হন উরুগুয়ের এই স্ট্রাইকার। জেডএইচ/পিআর
Advertisement