তামিল সিনেমা 'পুষ্পা'র প্রযোজক-পরিচালকরা এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগকে একটি ধন্যবাদ দিতেই পারেন। কেননা এই বিপিএলে তাদের সিনেমার বিনামূল্যে প্রচার করে দিচ্ছেন নাজমুল ইসলাম অপু, সাকিব আল হাসানের মতো ক্রিকেটাররা। শুরুটা করেছিলেন অপু; তার সঙ্গে যোগ দিলেন সাকিবও।
Advertisement
মঙ্গলবার বিপিএলের চতুর্থ দিনের প্রথম ম্যাচে মিনিস্টার ঢাকার সঙ্গে সিলেট সানরাইজার্সের পক্ষে ১৮ রানে ৪ উইকেট নিয়ে প্রতি উইকেটেই পুষ্পা উদযাপন দেখিয়েছেন অপু। যা তিনি করেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে প্রথম ম্যাচেও।
আজ দিনের দ্বিতীয় ম্যাচে অপুর মতোই পুষ্পা উদযাপন দেখালেন সাকিব। টস জিতে ফিল্ডিং করতে নেমে ইনিংসের ষষ্ঠ ওভারে ফাফ ডু প্লেসিকে মিড অনে জিয়াউর রহমানের হাতে ক্যাচে পরিণত করেন সাকিব।
এরপর নিজের স্বাভাবিক উদযাপন সেরেই পুষ্পা সিনেমার কেন্দ্রীয় চরিত্র পুষ্পা রাজের মতো চোয়ালের নিচ দিয়ে দাঁড়িতে হাত বুলিয়ে দেওয়া উদযাপন করেন সাকিব। যা এরই মধ্যে বেশ সাড়া ফেলেছে তার ভক্ত-সমর্থকদের মধ্যে।
Advertisement
উল্লেখ্য, দিনের প্রথম ম্যাচের পর নিজের পুষ্পা উদযাপনের পেছনে রহস্যের কথা জানিয়েছেন বাঁহাতি স্পিনার নাজমুল অপু।। মূলত পুষ্পা সিনেমার নায়ক যেমন চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন, তেমনি তিনিও চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন বিধায় এ উদযাপন করছেন।
অপুর ভাষ্য, ‘আমি পুষ্পা মুভিটা দেখেছি। তো সেখানে নায়ক সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করে। আলহামদুলিল্লাহ আমিও সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। আসলে ক্রিকেট খেলাটাই এমন, এখানে সবসময় চ্যালেঞ্জ নিতে হয়। তাই নাগিনের সাথে এটা যোগ করেছি।’
এসএএস/আইএইচএস
Advertisement