আন্তর্জাতিক

‘স্বাস্থ্যবিধি মেনে আমরা বিয়ে করতে পারলে স্কুলগুলোও খুলুক’

‘করোনার স্বাস্থ্যবিধি মেনে আমরা বিয়ে করতে পারলে, অনুরোধ স্কুলগুলোও খুলুক’। বিয়ের পিঁড়িতে বসে এমন প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে স্কুল খুলে দেওয়ার দাবি জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের একজন শিক্ষক।

Advertisement

অভিনব পদ্ধতিতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানানো ওই শিক্ষকের নাম অসীম দাস। তিনি আলিপুরদুয়ারের কুমারপাড়া মথুরাবাগান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

জানা গেছে, সোমবার (২৪ জানুয়ারি) অসীম দাসের বিয়ে ছিল। মুখে মাস্ক পরে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি। বিয়ের পোশাক ছাড়িয়ে সবার নজর কাড়ে অসীমের গলায় পরা প্ল্যাকার্ড। সেখানে স্কুল খুলে দেওয়ার দাবি, যা এরই মধ্যে তুমুল আলোচনার সৃষ্টি করেছে।

অসীম দাস বলেন, ‘করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সব কাজ চলছে। সবকিছুই যখন সচল, তাহলে স্কুল কেন বন্ধ থাকবে? অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে স্কুল খুলে দেওয়া হোক।’

Advertisement

শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত এ শিক্ষক জানান, দিনের পর দিন স্কুল বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। অথচ মাস গেলেই তিনি বেতন পাচ্ছি। নিজের বক্তব্য জনসমক্ষে তুলে ধরতে বিয়ের পিঁড়িতে বসে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বসেছেন তিনি।

জানা গেছে, করোনাভাইরাসের নতুন ধরণ ওমিক্রনের প্রভাবে ভারতে অতিদ্রুত সংক্রমণ বাড়ছে। পশ্চিমবঙ্গেও ঊর্ধ্বমুখী করোনা শনাক্তের হার। ফলে বন্ধ রয়েছে রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান।

রাজ্যের স্কুল খুলে দেওয়ার দাবি নিয়ে সরব হয়েছেন অভিভাবকরা। দাবি নিয়ে আদালতেও গেছেন তারা। এরমধ্যেই বিয়ের পিঁড়িতে বসে স্কুল খোলার দাবি জানিয়ে আলোচনায় আসলেন শিক্ষক অসীম দাস।

এএএইচ/এমএস

Advertisement