দেশজুড়ে

সিংগাইর পৌরসভায় ভোটগ্রহণ আজ

সিংগাইর পৌরসভায় ভোটগ্রহণ আজ

আদালতের নির্দেশে স্থগিত হয়ে যাওয়া মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আজ (বৃহস্পতিবার)। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১০টি কেন্দ্রে টানা ভোটগ্রহণ চলবে। এই পৌরসভায় মোট ভোটার ২০১৪ জন। ৯টি ওয়ার্ডে ১০ কেন্দ্রের বুথ সংখ্যা ৯৬টি। ১০ কেন্দ্রের সবগুলোকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।দ্বিতীয় শ্রেণির এ পৌরসভায় তৃতীয়বারের মতো নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি, আওয়ামী লীগ ও স্বতন্ত্রসহ প্রার্থীসহ ৬ জন প্রার্থী। সাধারণ কাউন্সিলর পদে লড়ছেন ৩১ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন।নির্বাচনে বর্তমান মেয়র খোরশেদ আলম ভূঁইয়া (জয়) বিএনপির একক প্রার্থী। আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন নতুন মুখ আবু নঈম মো বাশার। একই দলের বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র মীর মো. শাজাহান লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হয়ে। তার প্রতীক জগ।এছাড়া মেয়র পদে তোফাজ্জল হোসেন (নারিকেল গাছ), বাংলাদেশ খেলাফত মজলিস-এর প্রার্থী মাও. আশরাফ আলী (দেয়াল ঘড়ি) ও মো. হাফিজ উদ্দিন (মোবাইল ফোন) প্রতিদ্বন্দ্বিতা করছেন।সিংগাইর পৌরসভার রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচন উপলক্ষে একজন জুডিশিয়াল, ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পর্যান্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়োগ দেয়া হয়েছে।এছাড়া একজন পুলিশ পরিদর্শকের নেতৃত্বে র‌্যাব ও বিজিব সদস্যদের সমন্বয়ে গঠিত ৩টি স্ট্রাইকিং ফোর্স ও একই মর্যাদার পুলিশ অফিসারের নেতৃত্বে ৬টি মোবাইল টিম নির্বাচনী এলাকা টহল দেবে। ১নং ওয়ার্ডের একজন পুরুষ কাউন্সিলর প্রার্থী মারা যাওয়ায় ওই ওয়ার্ডে শুধু ওই পদে নির্বাচন বন্ধ থাকবে বলে জানান তিনি।উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সারাদেশের পৌর নির্বাচনের সঙ্গেই সিংগাাইরের ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। কিন্তু ভোটার তালিকা ও সীমানা সংক্রান্ত জটিলতার বিষয়ে একজন ভোটারের রিট আবেদনের প্রেক্ষিতে নির্বাচন স্থগিতের আদেশ দেন উচ্চ আদালত।পরে রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ওই স্থগিতাদেশ স্থগিত করা হয়। এ অবস্থায় নির্বাচন কমিশন পুনরায় তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী আজ ভোটগ্রহণ করা হবে।বিএম খোরশেদ/বিএ

Advertisement