আইন-আদালত

শায়েস্তাগঞ্জের পৌর ভোটের নথি সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচন সংশ্লিষ্ট নথিপত্র আদালতে দাখিল করতে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল। তার আগে হাইকোর্টে আদেশ আবেদন করেন অ্যাডভোকেট মাহবুবা বেগম (অ্যাডভোকেট অন রেকর্ড)।পরে একরামুল হক টুটুল বলেন, ওই নির্বাচনে মেয়রপদে পরাজিত এক প্রার্থীর করা রিট আবেদনের শুনানি করে গত ৪ জানুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ পৌর ভোটের মেয়রপদের সকল ডকুমেন্ট তথ্য সাতদিনের মধ্যে আদালতে দাখিল করার নির্দেশ দিয়েছিলেন। আমরা সে আদেশ স্থগিত চেয়ে আজ আবেদন করলে শুনানি শেষে চেম্বার বিচারপতি হাইকোর্টের দেয়া আদেশ আগামী দুই সপ্তাহের জন্য স্থগিত করেন।গত ৩০ ডিসেম্বর সারাদেশে একযোগে পৌরভোট অনুষ্ঠিত হয়। সে ভোটে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. সালেক মিয়া বিএনপির এমএস আহমেদ অলিকে ৮৩ ভোটের ব্যবধানে পরাজিত করেন। এরপর ওই পৌর নির্বাচনের বিষয়ে উচ্চ আদালতে রিট আবেদন করেন অলি।শুনানি শেষে আদালত নির্বাচন কমিশন ও সরকারকে পৌরভোটের মেয়রপদের প্রয়োজনীয় নথিপত্র আদালতে দাখিল করতে নির্দেশ দেন। হাইকোর্টের সে আদেশ স্থগিত চেয়ে আজ রাষ্ট্রপক্ষ আবেদন করলে শুনানি করে চেম্বার বিচারপতি এ স্থগিতাদেশ দেন।এফএইচ/বিএ

Advertisement