দেশজুড়ে

সম্মেলন থেকে ফিরেই করোনায় আক্রান্ত নাটোরের ডিসি

ঢাকার সম্মেলন থেকে ফেরার পর করোনায় আক্রান্ত হয়েছেন নাটোরের জেলা প্রশাসক শামিম আহমেদ।

Advertisement

সোমবার (২৪ জানুয়ারি) নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। জেলা প্রশাসক শামিম আহমেদ নিজেই জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমার শরীরে সর্দি, জ্বর ও গলা ও মাথা ব্যথা রয়েছে। তবে কোনটিই তীব্র নয়। চিকিৎসকের পরামর্শে এখন হোম কোয়ারেন্টাইনে আছি।

দ্রুত আরোগ্য লাভের জন্য সবার কাছে দোয়াও চান তিনি।

Advertisement

এর আগে, ১৮ জানুয়ারি ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে অংশ নেন নাটোরের জেলা প্রশাসক শামিম আহমেদও।

রেজাউল করিম রেজা/এসজে/এমএস