প্রবাস

মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করার সুযোগ নেই

মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করার সযোগ নেই। ৭১ সালে যারা আমাদের বিরুদ্ধে ছিল ৭৫-রেও বিরুদ্ধে ছিল। ঠিক তেমনি ২০১৫ সালেও তারা আমাদের বিরুদ্ধাচরণ করছে। বুধবার মালয়েশিয়ার মাজু জংশন হল রুমে বৃহত্তর কুমিল্লা সমিতি কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযুদ্বা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি এ কথা বলেন।মালয়েশিয়ার স্থানীয় সময় রাত ৯টায় মো. কাইয়ূম সরকারের পরিচালনায় ও বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি অহিদুর রহমান ওহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংবর্ধিত অতিথি বাহার আরও বলেন, ক্ষমতার দ্বন্দ্ব না ক্ষমতা ভোগের জন্য দ্বন্দ্ব চলছে। আপনি মানুষ জ্বালিয়ে দিবেন আমরা কিছু করবো না। এখন আর কারো সঙ্গে কম্প্রমাইজের সুযোগ নেই।বাংলাদেশকে এগিয়ে নিতে বর্তমান সরকারের কার্যক্রম তুলে ধরে আ ক ম বাহাউদ্দিন বলেন, বিগত ৬ বছরে রাষ্ট্রীয় কোষাগার থেকে ৮৬ হাজার কোটি টাকা দেশের দরিদ্রদের মাঝে ব্যয় করা হয়েছে। জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে দেশ আজ স্বয়ং সম্পূর্ণ। বাংলাদেশ আর পিছনের দিকে যাবে না সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাই বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান বাহাউদ্দিন এমপি।সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা চেয়ারম্যান আব্দুল কাইয়ূম খসরু, শেখ মন্নি। সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা সমিতির পক্ষে মাহবুব আলম শাহ, সিরাজগঞ্জ সমিতির মকবুল হোসেন মুকুল, নারায়ণগঞ্জ সমিতির রাশেদ বাদল, কুমিল্লা সমিতির ওয়ালি উল্লাহ জাহিদ, ফেনি সমিতির সভাপতি পিয়ার আহমেদ আকাশ, শরিয়তপুর জেলা সমিতির তাজকির আহমেদ, বি-বাড়িয়া সমিতির নাজমুল ইসলাম বাবুল, বৃহত্তর ময়মনসিংহ সমিতির শাখাওয়াত হক জোসেফ। সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নূর মোহাম্মদ ভূইয়া।অনুষ্ঠান শেষে অহিদুর রহমান ওহিদকে সভাপতি ও হাজী জাকারিয়াকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট বৃহত্তর কুমিল্লা সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সংবর্ধিত অতিথি বাহাউদ্দিন বাহার। অনুষ্ঠানে মালয়েশিয়ায় বসবাসরত সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।বিএ

Advertisement