যুদ্ধাপরাধের দায়ে আপিল বিভাগে দণ্ড বহাল থাকা মতিউর রহমান নিজামীর ফাঁসি দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে সিলেট গণজাগরণ মঞ্চ। বুধবার সন্ধ্যায় সিলেট গণজাগরণ মঞ্চের মিছল থেকে এ দাবি জানানো হয়।এছাড়া জামায়াত আহুত বৃহস্পতিবারের হরতাল প্রত্যাখ্যান করে গণজাগরণ মঞ্চের কর্মীরা সিলেটে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা ও দোকানপাট খুলে ব্যবসা পচিালনার আহ্বান জানান। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া মিছিল নগেরর সিটি পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।সমাবেশে বক্তারা বলেন, আপিল বিভাগে মতিউর রহমান নিজামীর ফাঁসি রায়ে মাধ্যমে এই দেশের মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে। এই রায়কে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয় উল্লেখ করে বক্তারা বলেন, দ্রুত নিজামীর রায় কার্যকর করতে হবে। এই কুখ্যাত রাজাকারের রায় কার্যকরের মাধ্যমেই চূড়ান্ত বিজয় অর্জিত হবে।বক্তারা আরও বলেন, সর্বোচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে জামায়াত হরতাল ডেকেছে। যুদ্ধাপরাধীদের রক্ষার এই হরতাল এ দেশের জনগণ মানবে না। জামায়াতের হরতাল প্রত্যাখান করে বৃহস্পতিবার সকাল থেকে সকলকে স্ব স্ব কাজে যোগ দেয়ার আহ্বান জানান তারা।গণজাগারণ মঞ্চের সংগঠকরা বলেন, পাকিস্তান আমাদের একজন কুটনীতিককে ২৪ ঘণ্টার মধ্যে ফিরিয়ে নেয়ার কথা বলেছে। এই ধৃষ্ঠতাপূর্ণ আচরণের পর পাকিস্তানের সঙ্গে আর কূটনৈতিক সম্পর্ক রক্ষার কোনো মানে হয় না। পাকিস্তানের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করার দাবি জানান বক্তারা।মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র দেবাশীষ দেবু, সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, কবি আবিদ ফায়সাল, সাংস্কৃতিক সংগঠক রতন দেব, ইন্দ্রানী সেন সম্পা, সিরাজ উদ্দিন শিরুল, আহমদ সায়েম, গণজাগরণ মঞ্চের সংগঠক ন. নাজিম, আব্দুল বাতেন, রাজীব রাসেল, মারুফ অমিত, রেদোওয়ান আহমদ, সংস্কৃতিকর্মী হিতাংশ ভ‚ষন কর, অরুপ বাউল, স্বপন বর্মন, ধ্রুব জ্যোতি দে, শাহনেওয়াজ সোহাগ, আল-আমিন, ছাত্র ইউনিয়ন সিলেটের সহ-সাংগঠনিক সম্পাদক দিপঙ্কর তালুকদার, মেঘদাদ মেঘ প্রমুখ।ছামির মাহমুদ/বিএ
Advertisement