দেশজুড়ে

গাইড বইয়ের ব্যবহারে দুঃখ প্রকাশ না.গঞ্জ জেলা প্রশাসকের

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা বলেছেন, নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় সুবিধাবঞ্চিত শিশুদের একটি স্কুল রয়েছে যার নাম শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়। আমি একদিন পরিদর্শনকালে ওই স্কুলে শিক্ষার্থীদের কাছে গাইড বই দেখেছি। শিক্ষকদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা কিছুই জানেন না বলে জানান। তবে অবাক হলেও সত্য গাইড বইগুলো একটি দোকান থেকে কেনা। এ ধরনের ঘটনা অনেক স্কুলেই হচ্ছে।বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঢাকা আহসানিয়া মিশনের সহযোগী প্রতিষ্ঠান সুরভী, ইউকেএইড ও গণস্বাক্ষরতা অভিযানের যৌথ উদ্যোগে এডুকেশন ওয়াচ প্রতিবেদন-২০১৪ অবহিতকরণ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসকল কথা বলেন।তিনি আরো বলেন, স্কুলে গাইড বই নিয়ে আমি দায় স্বীকার করে নিচ্ছি যে আমাদের প্রশাসনের কিছু গাফিলতি রয়েছে, আমাদের আরো মনিটরিং করতে হবে। কিন্তু একজন শিক্ষক কী করে স্কুলে গাইড বই নিয়ে আসতে বলেন। পিএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে জেলা প্রশাসক বলেন, জেলায় জেলায় প্রশ্ন ছাপা হলে ফাঁসের সম্ভাবনা থাকবে না।অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন আরা বেগমের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফি আহমেদ, গণস্বাক্ষরতা অভিযানের উপপরিচালক কে এম এনামুল হক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইসরাত হোসেন খান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দা মাহফুজা বেগম, সদর উপজেলার নির্বাহী অফিসার আফরোজা আক্তার চৌধুরী, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুল হক, ঢাকা আহসানিয়া মিশনের ইউনিক টু প্রজেক্টের রিজিওনাল ম্যানেজার মো. আসাদুল্লাহ, সুরভীর ঢাকা অফিসের কর্মকর্তা খন্দকার সহিদুল আলম, সুরভীর নারায়ণগঞ্জ এরিয়া ম্যানেজার মাহামুদুর রহমান, ব্র্যাক জেলা প্রতিনিধি সরকার হাসান ওয়াইজ প্রমুখ।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফি আহমেদ বলেন, বর্তমানে স্কুলগুলো গাইড বইয়ের ব্যবহার হচ্ছে যা অত্যন্ত লজ্জাজনক। গাইডবইগুলো আবার এক দোকান থেকে কিনতে হচ্ছে। ওই দোকান থেকে আবার শিক্ষকরা কমিশনও নিচ্ছেন। আমি ৪০ বছর ধরে শিক্ষকতা পেশায় রয়েছি। তাই বর্তমানে শিক্ষকরা শ্রদ্ধার পাত্র সেটা বলতে পারছিনা। এখন স্কুলগুলোতে শিক্ষার নামে বাণিজ্য হচ্ছে। বর্তমানে অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিতরা ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বরের পার্থক্য কী তা বলতে পারেন না।সেমিনারে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নিয়ে গবেষণা লব্ধ তথ্য-উপাত্ত তুলে ধরা হয়।মো. শাহাদাত হোসেন/বিএ

Advertisement