রাজনীতি

জি এম কাদের ও তার স্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল

করোনাভাইরাসে আক্রান্ত জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের ও তার স্ত্রী শেরীফা কাদেরের রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

রোববার (২৩ জানুয়ারি) বিকেলে জাতীয় সাংস্কৃতিক পার্টির উদ্যোগে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এদিকে, শনিবার জাপার কো-চেয়ারম্যান ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা করোনায় আক্রান্ত হয়েছেন।

বাবলা জানান, সংসদ অধিবেশনে যোগ দিতে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে। তবে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। চিকিৎসকের পরামর্শে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। সুস্থতার জন্য তিনি দেশবাসীর দোয়া কামনা করেন।

Advertisement

এসএম/এএএইচ