অর্থনীতি

পাট উৎপাদনে উৎসাহিত করতে পদক্ষেপ নেয়া হচ্ছে

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, সরকার সোনালী আঁশ পাটের উৎপাদন ও বহুমুখী ব্যবহারে উৎসাহিত এবং জনপ্রিয় করতে পাট চাষীদের সোনালী স্বপ্নপূরণে জোরদার পদক্ষেপ নিচ্ছে। এ লক্ষ্যে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ বাস্তবায়ন করা হচ্ছে।বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন বাস্তবায়নের লক্ষ্যে পাট উৎপাদন বৃদ্ধি বিষয়ক এক সভায় এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী আরো বলেন, চলতি বছর দেশে ২৫ ভাগের বেশি পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত অর্থবছরে পাট উৎপাদনের পরিমাণ ছিল ৭৫ লাখ ৫৮ হাজার বেল।সভায় অন্যদের মধ্যে পাট অধিদফতরের মহাপরিচালক মোয়াজ্জেম হোসেন, বিজেএমসি চেয়ারম্যান মেজর জেনারেল হুমায়ূন খালেদ, কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের প্রতিনিধিসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।একে/এমএস

Advertisement