দেশজুড়ে

পাবনায় যুবলীগের ২ গ্রুপের সংঘর্ষ : গুলিবিদ্ধ ৭

পাবনা শহরতলীর মণ্ডলপাড়ায় স্থানীয় যুবলীগের ২ গ্রুপের দ্বন্দ্বের জেরে গুলি বর্ষণের ঘটনায় নারীসহ কমপক্ষে সাতজন আহত হন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় এ ঘটনা ঘটে।আহতরা হলেন, মাট্যা উজ্জল (৪৪), মাহবুব(৩০), হামিদুল(২৮), মনোয়ারা কাতুন (৩৬), নাসিম (২৫), কাঞ্চ (৩১) এবং পারভীন আক্তার (৪০)। প্রত্যক্ষদর্শীরা জানান, মণ্ডলপাড়ায় স্থানীয় যুবলীগ নেতা বিদ্যুৎ (৩৫) এবং হাব্বান (৪০) এর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে গোলমাল চলছিল। এরই জের ধরে সোমবার রাতে বিদ্যুতের পায়ে গুলি করা হয়। এতে বিদ্যুৎ আহত হলে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দু’দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে বুধবার সুস্থ হয়ে বাড়ি ফেরেন বিদ্যুৎ। এরপর প্রতিশোধ নিতে বুধবার সন্ধ্যা ছয়টার দিকে বিদ্যুত তার সমর্থকদের নিয়ে হাব্বান সমর্থকদের বাড়িতে আচমকা গুলি চালান। এতে নারীসহ সাতজন গুলিবিদ্ধ হন। আহতদের মধ্যে পাঁচজনই আশপাশের প্রতিবেশি বলে জানা গেছে। খবর পেয়ে পাবনা থানার পুলিশ এবং র্যাব সদস্যরা ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যান। পাবনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে জানান, কী কারণে এই পাল্টা পাল্টি সন্ত্রাসী ঘটনা ঘটছে তা তদন্ত করে দেখে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  একে জামান/এমজেড/এমএস

Advertisement