সাহিত্য

৩ জন পেলেন চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার

চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার-২০২১ প্রদান করা হয়েছে। ৩ ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তরা হলেন—প্রবন্ধে অনীক মাহমুদ, কবিতায় মাহমুদ কামাল ও কথাসাহিত্যে রুম মোদক।

Advertisement

২১ জানুয়ারি গাজীপুরের শ্রীপুর উপজেলার ইনশা অ্যাগ্রো অ্যান্ড রিসার্চ সেন্টারে তাদের হাতে ক্রেস্ট, সনদ, উত্তরীয় ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

গবেষক বিলু কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি কবি-প্রাবন্ধিক-গীতিকার-মুক্তিযোদ্ধা আবিদ আনোয়ার। অনুষ্ঠান উদ্বোধন করেন শ্রীপুরের উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল আলম প্রধান।

স্বাগত বক্তব্য দেন পুরস্কার কমিটির সদস্য সচিব ও নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইসরাফিল হোসেন। প্রধান আলোচক ছিলেন চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার কমিটির আহ্বায়ক ও চিন্তাসূত্রের সম্পাদক অধ্যাপক ড. রকিবুল হাসান।

Advertisement

অনুষ্ঠান সঞ্চালনা করেন কথাসাহিত্যিক ও নর্দান বিশ্বদ্যিালয়ের শিক্ষক শারমিন সুলতানা তন্বী ও আবৃত্তিশিল্পী ইকবাল আহমেদ নিশাত।

এসময় উপস্থিত ছিলেন কবি ড. মুহসীন মুনীর, কবি, নাট্যকার ও অধ্যাপক মমিনুল ইসলাম, কবি ও অধ্যাপক আহাম্মাদুল কবীর, শ্রীপুর সাহিত্য পরিষদের সভাপতি রানা মাসুদ, কবি ও সাহিত্যিক নাসির উদ্দিন জর্জ, ভাওয়াল সাহিত্য পরিষদের সভাপতি শাহান সাহাবুদ্দিন প্রমুখ।

এসইউ/জেআইএম

Advertisement