স্বাস্থ্য

দেড় কোটি টাকা অনুদান দিলেন ডা. আবদুল আলিমের সন্তানরা

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অন্যতম প্রতিষ্ঠান ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সেস’ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) ও ফুটকেয়ার ইউনিটের উন্নয়নে এক কোটি পঞ্চাশ লাখ টাকার আর্থিক অনুদান দিলেন বিশিষ্ট চিকিৎসক মরহুম আবদুল আলিম খানের তিন মেয়ে ডা. আফরাহ খান, সাদিয়া খান, সামিহা খান ও এক ছেলে এলহাম খান। বুধবার এক অনাড়ম্বর অনুষ্ঠানে তারা ৭৫ লাখ টাকার চেক বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খানের কাছে হস্তান্তর করেন। এর আগে তারা এই কাজে আরও ৭৫ লাখ টাকা অনুদান দিয়েছিলেন। দুটি অনুষ্ঠানে অধ্যাপক এ কে আজাদ খান ছাড়াও সমিতির মহাসচিব মো. সাইফ উদ্দিন, কোষাধ্যক্ষ অধ্যাপক এমএইচ খান, সহ-সভাপতি মেজর জেনারেল (অব.) অধ্যাপক এ আর খান, চিফ কোঅর্ডিনেটর ড. মোহাম্মদ আবদুল মজিদ উপস্থিত ছিলেন।মরহুম ডা. আবদুল আলিম খান আজীবন দেশ-বিদেশের বিভিন্ন হাসপাতালে রোগীদের সেবায় কাজ করে গেছেন। মৃত্যুর পরেও যাতে সঞ্চিত অর্থ রোগীদের সেবায় ব্যবহার করা হয় তার এমন ইচ্ছে পূরণের অংশ হিসেবেই এই অর্থ অনুদান হিসেবে দেয়া হয়। বিআইএইচএস হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) ও ফুটকেয়ার ইউনিট ডা. আবদুল আলিম খানের নামে উৎসর্গ করা হবে।উল্লেখ্য, ডা. আবদুল আলিম খান দেশের বিশিষ্ট চিকিৎসক, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি ও তত্ত্বাবধায়ক সরকারের  সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) অধ্যাপক এ আর খানের অনুজ।এমইউ/একে/এমএস

Advertisement