রাজনীতি

৫ জানুয়ারির নির্বাচন নিয়ে বিতর্কের অবকাশ নেই

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই বলে জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। বুধবার সংগঠনটির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এক বিবৃতিতে এ কথা জানান। বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ছিল দেশের গণতন্ত্র ও সাংবিধানিক ধারাবাহিকতা অব্যাহত রাখার নির্বাচন। সেই নির্বাচনকে বানচাল করার লক্ষে বিএনপি-জামায়াতের নেতৃত্বে তথাকথিত ২০ দলীয় জোট হত্যা খুন নাশকতা সন্ত্রাস ও মানুষ পোড়ানোর মতো সহিংসতার পথ বেছে নিয়েছিল, যা বাংলাদেশের মানুষের স্মৃতি থেকে এখনও মুছে যায়নি।বিবৃতিতে উল্লেখ করা হয়, যারা ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনকে মেনে নিতে পারে না তারা পক্ষান্তরে দেশের গণতন্ত্র সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা করছে। শুধু তাই নয় ৫ জানুয়ারির নির্বাচনকে নিয়ে যারা সহিংসতা করেছে তারা বাংলাদেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্রে লিপ্ত ছিল। দেশের অগ্রযাত্রা, উন্নয়ন ও মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী। যুদ্ধাপরাধীদের বিচার এবং জঙ্গিবাদকে পরাস্থ করার জন্য এই নির্বাচন প্রয়োজন ছিল।যারা সেই দিনের নির্বাচনে অংশ নেননি তারা আবার সম্প্রতি অনুষ্ঠিত পৌর নির্বাচনে অংশ নিয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এএম/একে/এমএস

Advertisement