বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের আগে সব দলের সামনে ছিল একজন খেলোয়াড়কে সরাসরি চুক্তিবদ্ধ করার। সেই সুযোগ কাজে লাগিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলে নিয়েছিল বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে। চট্টগ্রামের এই সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ হতে লাগলো মাত্র দুই ম্যাচ।
Advertisement
আসরের উদ্বোধনী ম্যাচে ফরচুন বরিশালের কাছে যাত্রা শুরু হয়েছে চট্টগ্রামের। তবে দ্বিতীয় ম্যাচেই তারকাখচিত মিনিস্টার ঢাকাকে ৩০ রানে হারিয়ে দিয়েছে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন চট্টগ্রাম। আর তাদের জয়ের নায়ক ৪ ওভারে মাত্র ৯ রানে ৩ উইকেট নেওয়া নাসুম আহমেদ।
শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে চট্টগ্রামের সংগ্রহ ছিল ৮ উইকেটে ১৬১ রান। জবাবে ঢাকা অলআউট হয়েছে ১৩১ রানে। ইনিংসের ১৪তম ওভারে নাইম শেখ ও মাহমুদউল্লাহ রিয়াদকে আউট করেন নাসুম।
পরে ১৬তম ওভারে নিজের স্পেল শেষ করতে এসে ক্যারিবীয় মারকুটে অলরাউন্ডার আন্দ্রে রাসেলকেও ফেরান এ বাঁহাতি স্পিনার। সবমিলিয়ে ৪ ওভারে ১৯টি ডট বল করেন নাসুম। এর মধ্যে রাসেলকে ৫ বল করে খরচ করেন মাত্র ১ রান। পাওয়ার প্লে’তে নাসুমের ২ ওভারে ৩ রান নিতে পেরেছে ঢাকা।
Advertisement
তাই স্বাভাবিকভাবেই ম্যাচসেরার পুরস্কার উঠেছে নাসুমের হাতে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে তিনি বলেছেন, ‘আলহামদুলিল্লাহ আমি আমার বোলিংটা খুব বেশি উপভোগ করেছি। অনেক ডট বল দিয়েছি এজন্য ভালো লাগছে।’
মারকুটে ব্যাটারদের বিপক্ষে বোলিং উপভোগ করার কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি টি-টোয়েন্টিতে বোলিং করতে খুব উপভোগ করি। বিশেষ করে পাওয়ার প্লে’তে বল করতে বেশ ভালো লাগে। যারা বেশি মেরে খেলে তাদেরকে বোলিং করতে আমার বেশি ভালো লাগে। আমি ওদেরকে খুব ভালো রিড করতে পারি।’
এসএএস/জেআইএম
Advertisement