বীরাঙ্গনা সখিনার সমাধিস্থলের জায়গা ঘিরে পর্যটনকেন্দ্র তৈরির লক্ষ্যে সরকার চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী একেএম খালিদ বাবু।
Advertisement
শনিবার (২২ জানুয়ারি) দুপুরের পর ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের কুমড়ী গ্রামে অবস্থিত কিল্লাতাজপুর বীরাঙ্গনা সখিনার সমাধি পরিদর্শন শেষে তিনি একথা বলেন।
ইতিহাসখ্যাত এই সখিনা লড়াই করেছেন তার স্বামীর জন্য। নিজের বাবার বন্দিশালা থেকে স্বামীকে মুক্ত করতে ছদ্মবেশ ধরে লড়াই শুরু করেন তিনি। তার স্বামী কিশোরগঞ্জের জঙ্গলবাড়ি ঈশা খাঁর দৌহিত্র ফিরোজ খাঁ দেওয়ান।
কেল্লা তাজপুরের মুঘল দেওয়ান উমর খাঁর মেয়ে সখিনা ছিলেন অপরূপ সুন্দরী ও প্রতিভাবান এবং বহু কাজে পারদর্শী। জন্মকালীন তার প্রকৃত নাম ছিল সখিনা এবং ডাকনাম ছিল সাকি। তিনি কেল্লা তাজপুরের মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মুঘল সুবেদার ছিলেন।
Advertisement
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, কিল্লাতাজপুরের ঐতিহাসিক বীরাঙ্গনা সখিনার সমাধিস্থলের জায়গা ঘিরে পর্যটনকেন্দ্র করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এজন্য মন্ত্রণালয়ের একটি দল জায়গাটি পরিদর্শন করবে বলেও জানান তিনি।
এসময় বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক এমএ কদ্দুস, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. সামীউল আলম লিটন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
মঞ্জুরুল ইসলাম/এসআর/জেআইএম
Advertisement