দেশজুড়ে

বুস্টার ডোজ নিয়েও এমপি হাবিবে মিল্লাত করোনায় আক্রান্ত

টিকার তৃতীয় (বুস্টার) ডোজ নেওয়ার ১০ দিন পর দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না।

Advertisement

শনিবার (২২ জানুয়ারি) বিকেলে নিজের ফেসবুক পেজে করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি জানান।

সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। একই সঙ্গে করোনার ভ্যাকসিন গ্রহণ করার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতেও সবাইকে অনুরোধ জানান এ সংসদ সদস্য।

এর আগে, ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি টিকার প্রথম ডোজ গ্রহণের মাধ্যমে সিরাজগঞ্জে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না। এরপর ৮ এপ্রিল জাতীয় সংসদ ক্লিনিক থেকে দ্বিতীয় ডোজ ও ১২ জানুয়ারি টিকার বুস্টার ডোজ গ্রহণ করেন তিনি। এ নিয়ে জেলার তিন এমপি করোনায় আক্রান্ত হলেন।

Advertisement

এসজে/জেআইএম