খেলাধুলা

সিডনিতে চতুর্থ দিনও ভেসে গেলো বৃষ্টিতে

অস্ট্রেলিয়ার ক্রিকেটে গত ২৫ বছরে এমন ঘটনা আর কখনও ঘটেনি। কোন এক টেস্টে টানা দুটি দিন বৃষ্টির কারণে ভেসে গেলো- এমন নজির গত সিকি শতাব্দীতে হয়নি। এবার সেটাই হলো। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিডনি টেস্টের তৃতীয় এবং চতুর্থ দিনের পুরোটাই ভেসে গেলো বৃষ্টিতে। তৃতীয় দিনের পর চতুর্থ দিনে একটি বলও মাঠে গড়ায়নি।প্রথম দিন খেলা হয়েছিল ৭৫ ওভারের। দ্বিতীয় দিন খেলা হয়েছে মাত্র ৬৮ বলের। তাতেই যে বৃষ্টি নেমেছিল- গত তিনদিন ধরে সিডনির মানুষ বন্দী জীবন-যাপন করছে বৃষ্টিতে। মাঠে খেলা গড়ানো তো দুরে থাক। টেস্টের পঞ্চম দিন বৃষ্টি থেমে বল মাঠে গড়াবে কি না সন্দেহ। যদি তাই হয়, তবে, আগামীকাল অথ্যাৎ বৃহস্পতিবার দর্শকদের জন্য সিডনি ক্রিকেট গ্রাউন্ডের গ্যালারি উন্মুক্ত করে দেয়ার ঘোষণা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। শুধু তাই নয়, টেস্টের তৃতীয় এবং চতুর্থ দিনের টিকিটের টাকাও ফেরত দেয়ার ঘোষণা দিয়েছে তারা।পঞ্চম দিনের আবহাওয়া রিপোর্টও কিন্তু বলছে বৃষ্টি হতে পারে। তবে ব্যুরো অব মেটেরোলোজি জানিয়েছে, যদি ২ মিলিমিটারও বৃষ্টি হয় এবং কিছুটা সময় পাওয়া যায়, তবে খেলা মাঠে গড়ানো সম্ভব হবে। তবে এর জন্য আউট ফিল্ড খেলার উপযোগি হতে হবে বলে জানিয়েছে তারা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই টেস্টের রেজাল্ট পঞ্চম দিন এসে যাই হোক না কেন, ফ্রাঙ্ক ও’রেল সিরিজের ট্রফি অস্ট্রেলিয়ার হাতেই উঠছে তাতে কোন সন্দেহ নেই। হোবার্ট এবং মেলবোর্নে জিতে ইতিমধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।আইএইচএস/আরআইপি

Advertisement