ক্যাম্পাস

বশেফমুবিপ্রবিতে হল খোলা রেখে চলবে পরীক্ষা, অনলাইনে ক্লাস

করোনা সংক্রমণের প্রকোপ বাড়ায় জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে। অনলাইনে চলবে শিক্ষাকার্যক্রম। তবে হল খোলা রেখে বিভিন্ন বিভাগের পরীক্ষা ও ভর্তি কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে চলবে।

Advertisement

শনিবার (২২ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় এসব সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুব আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়েছে, রোববার থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। তবে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে।

বিভাগীয় একাডেমিক কমিটির সুপারিশ অনুযায়ী, বিভিন্ন বিভাগের চলমান পরীক্ষা সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণ করে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান থাকবে। আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থী, সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারীদের স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।

Advertisement

এছাড়া ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতকে (সম্মান) চলমান ভর্তি কার্যক্রম যথারীতি অব্যাহত থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেকোনো প্রকার জমায়েত, বহিরাগত/দর্শনার্থী এবং তাদের গাড়ি প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে দাপ্তরিক প্রয়োজন ছাড়া কাউকে ক্যাম্পাসে ঘোরাফেরা না করার পরামর্শ দেওয়া হয়।

এসজে/জেআইএম