লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজ জলিল সরদার (৩৫) নামে এক ব্যাক্তির মরদেহ ধানক্ষেত থেকে পুলিশ উদ্ধার করেছে। বুধবার দুপুরে উপজেলার চরবংশী গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার বিকেলে তিনি বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। নিহত জলিল উপজেলার উদমারা গ্রামের সিরাজ সরদারের ছেলে। নিহতের বাবা সিরাজ সরদার জাগো নিউজকে জানান, তার ছেলে মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বের হয়। রাতে তিনি আর বাড়িতে ফেরেননি। সম্ভাব্য স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান মেলেনি। পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে। কী কারণে কারা, এ হত্যার ঘটনা ঘটিয়েছে তা পরিস্কার করে বলতে পারেননি তিনি।হাজীমারা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সিরাজ মিয়া জাগো নিউজকে বলেন, স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের গলাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ হত্যা করে মরদেহ রেখে যায়।রায়পুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জাগো নিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্ততি চলছে। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।কাজল কায়েস/এমজেড/এমএস
Advertisement