খেলাধুলা

অলরাউন্ডারই হতে চান রনি

প্রথমবারের মত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার সুযোগ পেয়ে তাক লাগিয়ে দিয়েছেন বাম হাতি পেসার আবু হায়দার রনি। দুর্দান্ত বোলিং করে ইতোমধ্যেই জিম্বাবুয়ে সিরিজে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলে। তবে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও খারাপ করেন না রনি। ধুমধাড়াক্কা ব্যাটিং করতে তার জুড়ি মেলা ভার। তাই ব্যাটিংয়ে সুযোগ পেলে, সেখানেও নিজেকে প্রমাণ করতে চান রনি। নিজেকে একজন বোলিং অলরাউন্ডার হিসাবে গড়ে তুলতে চান এই উদীয়মান তারকা।বুধবার মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামের একাডেমী মাঠে অনুশীলন শেষে রনি বলেন, ‘ছোটবেলা থেকেই ব্যাটিং করেছি। যুবদলেও ব্যাটিংটা করা হয়েছে। এখন জাতীয় দলেও যদি ব্যাটিংয়ের প্রয়োজন হয়, তবে চেষ্টা করবো ভালো কিছু করার। আমার চেষ্টা থাকবে নিজেকে অলরাউন্ডার হিসাবে গড়ে তুলতে। ব্যাটিংটা নিয়ে আরো চেষ্টা করবো হয়তো। কখনও কখনও নিজেকে বোলিং অলরাউন্ডারই ভাবতে পারবো।’বাংলাদেশ জাতীয় দলের বহু কাঙ্ক্ষিত পেস বোলিং অলরাউন্ডারের স্বপ্ন হয়তো রনিকে দিয়েই পুরন হতে পারে। এর আগে মাশরাফিকে ভাবা হয়েছিল পেস বোলিং অলরাউন্ডার হিসাবে। তবে ক্যারিয়ারে একের পর ইনজুরির কারণে ব্যাটিং অনুশীলন করার সুযোগই পাননি তিনি। বিপিএলে মাত্র দুই ম্যাচে ব্যাটিং করার সুযোগ পেয়েছিলেন রনি। একটি ম্যাচে ১ রানে অপরাজিত থাকেন। ওপর ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে দুটি বিশাল ছক্কার সাহায্যে ৯ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন এই তরুণ।তবে ব্যাটিংয়ের আগে নিজের বোলিং বৈচিত্র্য ধরে রাখাই নিজের প্রথম লক্ষ্য রনির। এই প্রসঙ্গে বলেন, ‘আমার শক্তি হলো ধারবাহিকভাবে এক জায়গায় বোলিং করে যেতে পারি। পেস খুব বেশি না। পেস নিয়ে আমার চিন্তাও নেই। টি-টোয়েন্টি ক্রিকেটে পেসই একমাত্র শক্তি নয়। বোলিংয়ে বৈচিত্রটাই গুরুত্বপূর্ণ ব্যাপার। আল্লাহর রহমতে আমার কিছু বৈচিত্র আছে। আমি চেষ্টা করবো বৈচিত্রগুলো ধরে রাখতে।’আরটি/আইএইচএস/এমএস

Advertisement